প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২৪ , ৫:২০:৫৩ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়িতে পুরাতন জাহাজ ভাঙা কারখানা এসএন করপোরেশন শিপব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় ২৬ লাখ টাকা জরিমানা এবং তিন মাসের জন্যে ইয়ার্ড বন্ধ থাকার নির্দেশনা দিয়েছে শিল্প মন্ত্রণালয়।
গত ৭ সেপ্টেম্বর বিস্ফোরণের ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার প্রেক্ষিতে ১৮ সেপ্টেম্বর শাস্তি ও জরিমানার পাশাপাশি ২০ দফা সুপারিশ করে শিল্প মন্ত্রণালয়ের জাহাজ পুনঃপ্রক্রিয়া অধি শাখা। একইসঙ্গে আহত শ্রমিকদের ১২ মাসের বেতনসহ ক্ষতিপূরণ এবং তাদের চিকিৎসা সংক্রান্ত সব চিকিৎসা ব্যয় ইয়ার্ড কর্তৃপক্ষকে সম্পূর্ণ বহন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে ২০ দফা সুপারিশ করেছে মন্ত্রণালয়। জাহাজ পুনঃপ্রক্রিয়া অধিশাখার উপসচিব সঞ্জয় কুমার ঘোষ স্বাক্ষরিত চিঠির তথ্যানুযায়ী, নিহতদের প্রতি পরিবারকে মোট ৭ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং রুলস, ২০১১ এর ধারা ৪৫.৩ এর অধীনে ৫ লাখ টাকা এবং শ্রম আইনের বিধান অনুযায়ী অতিরিক্ত ২ লাখ টাকা।
গত ৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর তেঁতুলতলা এলাকার সাগর উপকূলে অবস্থিত শওকত আলী চৌধুরীর মালিকানাধীন এসএন করপোরেশন নামের পুরাতন জাহাজ ভাঙা কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এতে অগ্নিদগ্ধ ও গুরুতর আহত হন ১২ শ্রমিক। এদের মধ্যে ৬ শ্রমিকের মৃত্যু হয় এবং ৬ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।