চট্টগ্রাম

সীতাকুণ্ডে পারিবারিকভাবে টানা পোড়নে নারীর আত্মহত্যা

  প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৪ , ৭:৫৭:৩৩ প্রিন্ট সংস্করণ

সীতাকুণ্ডে পারিবারিকভাবে টানা পোড়নে নারীর আত্মহত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডে গলায় ফাঁস নাসরিন সুলতানা সোনিয়া (৩৫) নামে এক স্বামী পরিত্যক্ত নারী আত্মহত্যা করেছে। বুধবার বিকাল পুলিশ লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

সোনিয়া উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের উত্তর ঘোড়ামারা জোড়ামতল এলাকার জহুর আলমের মেয়ে। জানা যায়, স্বামী পরিত্যক্ত সোনিয়া এক সন্তানকে নিয়ে বাপের বাড়িতে বসবাস করে আসছেন। দীর্ঘদিন ধরে স্বামীহারা ও পরিবারের টানাপোড়নে মানসিক ভাবে ভেঙ্গে পড়েন।

এরই প্রেক্ষিতে বুধবার দুপুরের দিকে সকলের অজান্তে ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক মো. সেলিম মিয়া ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে চমেক মর্গে প্রেরণ করেন। পারিবারিকভাবে টানা পোড়নে মানসিকভাবে ভেঙ্গে পড়ে আত্মহত্যা করছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

আরও খবর

Sponsered content