প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২২ , ৮:৫২:৫৩ প্রিন্ট সংস্করণ
সুজানগর (পাবনা) প্রতিনিধি :
পাবনার সুজানগরে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষ্যে বিজ্ঞান মেলা ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। ইউএনও মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এর প্রফেসর ড. মোহাম্মদ নাছির উদ্দিন। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শন করে।