চট্টগ্রাম

সুবিধা বঞ্চিত মানুষকে স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র দিলো সিজিটি প্রোপার্টি

  প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২৫ , ৮:০০:৫৭ প্রিন্ট সংস্করণ

সুবিধা বঞ্চিত মানুষকে স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র দিলো সিজিটি প্রোপার্টি

চট্টগ্রাম নগরীর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে সিটিজি প্রোপার্টির উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মাঝে ভ্রাম্যমান ফ্রি স্বাস্থ্যসেবা ও কম্বল বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব, নাজিমুর রহমান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে তিনি বলেন, দেশের স্বাস্থ্য সেবা, মান উন্নয়নে ও সবার জন্য স্বাস্থ্য সেবার নিশ্চিতকল্পে সিটিজি প্রোপার্টি তাদের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানাই। তাদেই এই উদ্যোগ সমাজের মানুষের চিকিৎসা সেবা মানবতার উন্নয়নে নিরলস ভালোবাসার বহি:প্রকাশ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাকির উল্ল্যা, সভাপতি, শতায়ু অংগন বাটালী হিল, মোঃ আবু মুছা, সদস্য, চট্টগ্রাম মহানগর বিএনপি, লায়ন মো. নাঈমুল ইসলাম ফরিদ, সাবেক ম্যানেজিং ডিরেক্টর, লায়ন জেনারেল হাসপাতাল। তরুন বিএনপি নেতা ও উপদেষ্টা, সিটিজি প্রোপার্টি মো. হেলাল উদ্দিন এর তত্ত্বাবধানে অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, শোয়েব হোসেন উজ্জল ও সঞ্চালনা করেন, কামরুজ্জামান মনির, ব্যাবস্থাপনা পরিচালক, সিটিজি প্রোপ্রাটি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য মোঃ আবদুল মাবুদ, বীর মুক্তিযোদ্ধা ফয়েজুল ইসলাম, কামাল উদ্দিন সর্দার, মঞ্জুরুল আলম মঞ্জু, মিজানুর রহমান মোস্তফা, এডভোকেট ইব্রাহিম পাটোয়ারী পলাশ, সৈয়দ লতিফুল বারী সুমন, কাইয়ুম হোসেন রিপন, ইকরাম সিদ্দিকী, শহীদুল হক বাবু, জহির উদ্দিন, মাহবুব হোসেন, ইব্রাহিম মিয়া সায়মন, রাজীব উদ্দিন, মিজানুর রহমান লিটন, মনির, আসিফ, আমিন প্রমুখ। উক্ত ফ্রি স্বাস্থ্য সেবা কেন্দ্রে ২০০ রোগী ও ৫০ জন হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ ও তাদের মাঝে বিনামুল্যে ঔষধ বিতরণ করা হয়।

আরও খবর

Sponsered content