বাংলাদেশ

সুযোগ পেলেই মির্জা ফখরুল মিথ্যাচার করেন : হানিফ

  প্রতিনিধি ২ আগস্ট ২০২১ , ৭:৫৬:২১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, করোনা দুর্যোগেও বিএনপির শীর্ষ নেতারা সরকারের বিরুদ্ধে বিষোদগার করে যাচ্ছেন। মির্জা ফখরুল সাহেব তো সুযোগ পেলেই মিথ্যাচার করেন।   

সোমবার (২ আগস্ট) রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল কলেজ প্রাঙ্গণে ‘শোকাবহ আগস্টে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে পরিস্থিতির শিকার মানুষের কাছে শেখ হাসিনার মানবিক উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান’- এ তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উল আলম হানিফ বলেন, ডিসেম্বরের মধ্যে আশি ভাগ জনগণকে টিকার আওতায় আনতে কাজ করছে সরকার। আগামী এক সপ্তাহের মধ্যে এক কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যে কাজ চলছে।

তিনি বলেন, বিএনপি নেতাদের প্রশ্ন, এক সপ্তাহে কি এক কোটি লোককে টিকা দেওয়া যায়? পর্যাপ্ত টিকা মজুদ আছে। এক সপ্তাহে দেশের প্রতিটি ইউনিয়নে পাঁচ হাজার জনকে টিকা দেওয়া হবে। এক সপ্তাহের মধ্যে এক কোটিরও বেশি মানুষ টিকার আওতায় আসবে।

তিনি আরও বলেন, মির্জা ফখরুলরা সরকারের কোনো উন্নয়ন দেখেন না। ঢাকায় মেট্রোরেল চালু হচ্ছে, পায়রা বন্দর হচ্ছে, বিদ্যুৎ উৎপাদন চার হাজার মেগাওয়াট থেকে চব্বিশ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে, কর্ণফুলী টানেল হচ্ছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ দেশে নানা উন্নয়ন হচ্ছে। এগুলোর কোনোটিই বিএনপির চোখে পড়ে না।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, করোনা একটি ভয়াবহ রোগ। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বারবার দেশবাসীকে অনুরোধ করেছেন, যথাযথভাবে মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকা নেওয়ার জন্য। আমরা এখনও বলছি লকডাউন করোনা সংক্রমণ রোধের একমাত্র উপায় নয়। করোনা সংক্রমণ রোধ করতে হলে টিকা নিতে হবে, তবেই শরীরে এন্টিবডি তৈরি হবে।

তিনি বলেন, সবাইকে মাস্ক পরতে হবে। হাত পরিষ্কার রাখতে হবে, যাতে হাতের মাধ্যমে নাক-চোখ-মুখে ভাইরাস প্রবেশ করতে না পারে। আমরা সবাই সচেতন হিসেবে ঘরের বাইরে যখন যাব তখন অবশ্যই মাস্ক পরব। এতে আমরা নিরাপদ থাকব এবং অন্যকেও নিরাপদ রাখতে পারব। মাস্ক পরার কোনো বিকল্প নেই।

আরও খবর

Sponsered content

Powered by