চট্টগ্রাম

সুশিক্ষিত সুনাগরিক তৈরীতে অভিভাবকের ভূমিকাই মুখ্য : মোহাম্মদ ইউসুফ

  প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৫ , ৬:৫৪:০৭ প্রিন্ট সংস্করণ

সুশিক্ষিত সুনাগরিক তৈরীতে অভিভাবকের ভূমিকাই মুখ্য : মোহাম্মদ ইউসুফ

নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ বলেছেন, সুশিক্ষিত সুনাগরিক তৈরীতে শিক্ষায়তন, শিক্ষকের ভূমিকার পাশাপাশি অভিভাবকের ভূমিকা অপরিহার্য। পিতা-মাতার দোয়া এবং পরিচর্যা ব্যতিরেকে শিক্ষার্থীর শিক্ষা জীবন এবং কর্মজীবন কখনও সাফল্যমন্ডিত হয় না। মা-বাবা অশিক্ষিত হলেও তদারকি এবং সঠিক নির্দেশনা সন্তানের জীবনে অমূল্য শিক্ষা হিসেবেই পরিগণিত হয়।

শুক্রবার ( ২১ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রামের পটিয়া উপজেলাধীন হাইদ গাঁও উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বার্ষিক পুরষ্কার বিতরণ, অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

নৌ-পরিবহণ সচিব আরও বলেন, নিজের গ্রাম হাইদ গাঁও তথা পটিয়ার উন্নয়নে একজন ক্ষুদ্র সরকারী কর্মকর্তা হিসেবে যতটুকু সম্ভব ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করেছি। এলাকার শিক্ষিত তরুণদের পাশে দাড়িয়ে তাদের সারথী হওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতেও আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। নতুন বাংলাদেশে যে পরিবর্তণের ধারা শুরু হয়েছে সেটা শিক্ষার্থীদেরই আন্দোলনের ফসল। শিক্ষার্থীরা সচেতন হলেই দেশ হবে গতিশীল ও দুর্নীতমুক্ত। নিজেদের সন্তানের গতিবিধি লক্ষ্য করে কর্মপন্থা নির্ধারণ প্রতিটি অভিভাবকের গুরু দায়িত্ব। বিদ্যালয়ে মাঝে মধ্যে গিয়ে সন্তানের খবর নিতে হবে। মাদক ও সন্ত্রাসমুক্ত প্রিয় গ্রাম গঠনে সবাইকে দলমত নির্বিশেষে একযোগে কাজ করতে হবে।

পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফারহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি প্লাবন কুমার বিশ্বাস, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মোঃ নাজমুন নুর এবং সংবর্ধিত অতিথি ছিলেন কৃষি উদ্যোক্তা সিআইপি মোহাম্মদ নাজিম উদ্দিন।
অনুষ্ঠানে হাইদ গাঁও গ্রামের কৃতি সন্তান হিসেবে নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফকে এবং সিআইপি মনোনীত হওয়ায় মোহাম্মদ নাজিম উদ্দিনকে সম্মাননা স্মারক তুলে দিয়ে সংবর্ধিত করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে’র স্বাগত বক্তব্যে শুরু হওয়া আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দক্ষিণ জেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পুরষ্কার বিতরণী শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞা সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন উপস্থিত অতিথিবৃন্দ।

আরও খবর

Sponsered content