চট্টগ্রাম

সেন্ট স্কলাসটিকার তিন শিক্ষক স্থায়ী বরখাস্ত

  প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৪ , ৭:২০:২৯ প্রিন্ট সংস্করণ

সেন্ট স্কলাসটিকার তিন শিক্ষক স্থায়ী বরখাস্ত

পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ ওঠা দুই শিক্ষকসহ সেন্ট স্কলাসটিকা স্কুলের তিন শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) সকালে স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসীমা স্কলাস্টিকা রিবেরু স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

এর আগে শনিবার (৩১ আগস্ট) যৌন নিপীড়নে অভিযুক্ত শিক্ষক রাকিব উদ্দিন ও সুরজিৎ পাল এবং ওমর ফারুক সিদ্দিক নামে আরেক শিক্ষকের স্থায়ী বরখাস্তসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেন অভিভাবকরা। অভিভাবকদের গণদাবির মুখে ব্যবস্থা নেয় স্কুল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, পাথরঘাটা এলাকার সেন্ট স্কলাসটিকাস বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে স্কুলেরই দুই শিক্ষক রাকিব উদ্দিন ও সুরজিৎ পালের বিরুদ্ধে। এ ঘটনায় গত ১০ জুন ওই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে। পরদিন রাকিব উদ্দিনকে এবং ২৫ জুন সুরজিৎ পালকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও খবর

Sponsered content