চট্টগ্রাম

সোনাই নদী পাড়ের মাটি কাটায় সময় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৩ , ৭:২২:৫২ প্রিন্ট সংস্করণ

আলমগীর হোসেন, বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া :

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সোনাই নদী পাড়ের মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, ভেকু জব্দ করা হয়েছে।
আজ শনিবার (২৮ জানুয়ারি)  দুপুর ২ টায় উপজেলার বুধন্তী ইউনিয়নে সোনাই নদীর পাড়ের মাটি অবৈধ ভাবে কাটার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে   ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সোনাই নদীর পাড় থেকে একটি ভেকু জব্দ করা হয়।
এসময় নদীর পাশ্ববর্তী মেসার্স জামান বিকস্ ফিল্ডকে নদী পাড়ের মাটি অবৈধভাবে সরবরাহের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান খান শাওন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জন কুমার ঘোষ,  বুধন্তী ইউনিয়ন ভূমি অফিসের নায়েব কাজল কুমার বণিক প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by