বাংলাদেশ

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির গণমাবেশের আহ্বান

  প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২২ , ৫:০৯:৪৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির গণমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে নয়াপল্টনেই গণসমাবেশ করার বিষয়ে অটল আছে বিএনপি। এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘আমরা আশা করি যেখানে অনুমতি দেওয়া হয়েছে সেখানেই তারা (বিএনপি) সমাবেশ করবে। এখনো সময় আছে, অপেক্ষা করি।’

আজ শনিবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশে কর্মরত সদস্যের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন আইজিপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান।

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশে নাশকতাসহ সবকিছু বিবেচনায় রেখে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হবে।’

বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে জঙ্গি হামলা করতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘নাশকতার সুনির্দিষ্ট কোনো খবর আমরা এখনো পাইনি। তবে আমরা নাশকতাসহ সব বিষয় বিবেচনায় রেখে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করব।’

বিএনপি বলছে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে- এ বিষয়ে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘পুলিশ দায়িত্ব পালন করে থাকে আইনের ভিত্তিতে, নির্দিষ্ট কাঠামোতে। কীভাবে দায়িত্ব পালন করতে হবে, সে বিষয়ে আমরা ট্রেনিং নিয়ে থাকি। আইনের আলোকে প্রশিক্ষণের মাধ্যমে দায়িত্ব পালন করে পুলিশ।’

আরও খবর

Sponsered content

Powered by