দেশজুড়ে

স্বরূপকাঠিতে গ্রাম আদালত সক্রীয়করণ কর্মশালা

  প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২৫ , ৬:০২:৫৩ প্রিন্ট সংস্করণ

স্বরূপকাঠিতে গ্রাম আদালত সক্রীয়করণ কর্মশালা

পিরোজপুরের স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলায় গ্রাম আদালত সক্রীয়করন বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ১৮ই ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উপজেলার ২ নং সোহাগদল ইউনিয়ন পরিষদে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার সার্বিক পরিচালনা, ভিডিও প্রদর্শন ও প্রশ্নত্তোর পর্ব পরিচালনা করেন উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী স্বপন দেবনাথ।

সোহাগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রশিদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মৃণাল চন্দ্র হালদার, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সাথী আক্তার, ইউপি সদস্য মো. আব্দুস সালাম, মো. এনামুল হক, মো. ইয়াকুব আলী শরীফ, মো. শামীম বাহাদুর, মো. মাহাবুবুল হাসান মুরাদ, মো: কামরুল হোসেন, মো. স্বপন, মো: মনিরুজ্জামান সংরক্ষিত নারী ইউপি সদস্য মোসা. শাহানাজ বেগম, জান্নাতুল কোবরা, রুমানা রহমান প্রমুখ। সভায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, ইমাম, পুরোহিত, নারীনেত্রীবৃন্দ, এনজিও প্রতিনিধি, গৃহিনী, কৃষক, দিনমজুর সহ গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন ।