প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২১ , ৭:০৯:৫৭ প্রিন্ট সংস্করণ
মুজিববর্ষ উদযাপন উপলক্ষে পিরোজপুরের স্বরূপকাঠিতে শনিবার সকালে স্বরূপকাঠি-পিরোজপুর সড়কের লক্ষণকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত ৬ কিলোমিটার রাস্তায় বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন ২০২১ অনৃষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রসাশনের আয়োজিত এ বর্নাঢ্য ম্যারাথনে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি সহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।
এসময় উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, ইউএনও মো. মোশারেফ হোসেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার রিয়াজ হোসেন, পৌর মেয়র গোলাম কবির, ওসি আবির মোহাম্মদ হোসেন, উপজেলা আ.লীগের সভাপতি মো. আব্দুল হামিদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।