দেশজুড়ে

স্বরূপকাঠিতে বিভিন্ন স্কুলে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান

  প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২৫ , ৫:০১:১৭ প্রিন্ট সংস্করণ

স্বরূপকাঠিতে বিভিন্ন স্কুলে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান

পিরোজপুরের স্বরূপকাঠি ঐতিহ্যবাহী আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়, আকলম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আকলম কিন্ডার গার্টেনের ৯৫ তম বার্ষিক ক্রীড়া ও বিচিত্রানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৯ ও ৩০ জানুয়ারি বুধবার এবং বৃহস্পতিবার বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত দুইদিন ব্যাপী ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব কাজী মো. কামাল হোসেন। বুধবার (২৯ জানুয়ারি) ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, নেছারাবাদ থানার ওসি বনি আমিন, স্বরূপকাঠি উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল বিরুনী সৈকত ও যুগ্ম আহবায়ক ওয়াহিদুজ্জামান মানিক।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, আকলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম জাকির হোসেন ও আকলম কিন্ডার গার্টেনের অধ্যক্ষ ফাতিমা সাঈদ প্রমুখ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিচিত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত কর কমিশনার ও বিসিএস কর একাডেমির পরিচালক আলহাজ্ব হাফিজ আল আসাদ বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মো. নাসির উদ্দিন খলিফা ও সমাজ সেবক ডা. মো. মাছুম বিল্লাহ বক্তব্য রাখেন। ক্রীড়া অনুষ্ঠানের সম্পাদক শিক্ষক তাপস মন্ডলের পরিচালনায় দুই দিন ব্যাপী অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে।

আরও খবর

Sponsered content