রাজশাহী

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নাটোরের লালপুরে ২দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

  প্রতিনিধি ২৭ মার্চ ২০২১ , ৮:১১:৫৬ প্রিন্ট সংস্করণ

লালপুর (নাটোর) প্রতিনিধি :

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও ২ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে লালপুর-বনপাড়া সড়ক প্রদিক্ষণ করে র‌্যালিটি আবার উপজেলা চত্বরে এসে শেষে হয়। পরে উপজেলা পরিষদের মাঠ চত্বরে উন্নয়ন মেলার উদ্বোধন করা হয় ।

 

সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একে, এম সাহাবউদ্দীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কবির চৌধুরী প্রমুখ। মেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে ৩২ টি ষ্টল দেওয়া হয়েছে।