দেশজুড়ে

মোরেলগঞ্জে নায্যমূল্যের পণ্য বিক্রি শুরু

  প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২০ , ৪:৩২:৪২ প্রিন্ট সংস্করণ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে ট্রাকে করে খোলাবাজারে ডাল, চিনি তেল বিক্রি শুরু হয়েছে পণ্য বিক্রয় পয়েন্টে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে করোনার প্রভাবে দীর্ঘদিন দোকানপাট বন্ধ থাকায় ন্যায্যমূল্যের পণ্য কিনতে হুমড়ি খেয়ে পড়ে মানুষ ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে

প্রথম দিনে বিকেলে উপজেলার গুলিশাখালী বাজারে মেসার্স জ্যোতি এন্টারপ্রাইজ পণ্য সরবরাহ শুরু করে সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান, নিশানবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, মেসার্স জ্যোতি এন্টারপ্রাইজের সত্তাধীকারী মো. জিয়াউল আহসান, আব্দুল গফফার কাজী ,মাষ্টার নজরুল ইসলাম রঙ্গু উপন্থিত ছিলেন

টিসিবির ডিলার জ্যোতি এন্টারপ্রাইজের মালিক মো. জিয়াউল আহসান জানান,ট্রাক সেলের জন্য প্রথম পর্যায়ে ৩০০ কেজি মসুর ডাল, হাজার কেজি চিনি দুই হাজার লিটার সয়াবিন তেল এবং ১৬০০ কেজী ছোলাবুডের বিশেষ বরাদ্দ পেয়েছেন তিনি চিনি ডাল প্রতিকেজি ৫০ টাকা এবং সয়াবিন তেল প্রতিলিটার ৮০ টাকা দর নির্ধারণ করে দিয়েছে সরকার একজন ক্রেতা দিনে সর্বোচ্চ এক কেজি ডাল, চার কেজি চিনি এবং পাঁচ লিটার তেল কিনতে পারবেন সরকার বরাদ্দ দিলে আসছে রমজান মাসেও তিনি টিসিবির পণ্য সরবরাহ অব্যাহত রাখবেন বলে জানান

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন, করোনার সংকটময় মুহূর্তে সরকার জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে খোলাবাজারে পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রমজান মাস পর্যন্ত ব্যবস্থা চালু থাকবে সঠিকভাবে পণ্য সরবরাহ এবং করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং করা হচ্ছে

আরও খবর

Sponsered content

Powered by