দেশজুড়ে

সড়কের পাশে পুলিশ সদস্যের লাশ

  প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২১ , ৮:২৫:৪৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকার ঢাকা-মাওয়া মহাসড়ক থেকে পুলিশ কনস্টেবল হুমায়ুন কবিরের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ সদস্যের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়।

প্রাথমিকভাবে পুলিশের ধারনা, সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন। হুমায়ুন কবির সাভার ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার রামকৃষ্ণদি। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের আমিনপাড়ার পরিবার নিয়ে বসবাস করতেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, রাস্তা পারাপারের সময় ঢাকাগামী কোনো প্রাইভেটকার হুমায়ুন কবিরকে ধাক্কা মেরে ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকারের সামনের বাম্পারের ভাঙ্গা কিছু অংশ উদ্ধার করেছে। আমরা গাড়িটিকে খুঁজছি।

আরও খবর

Sponsered content