বাংলাদেশ

হজযাত্রীদের করোনা টিকা বাধ্যতামূলক

  প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৩ , ৮:১৫:৩৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

চলতি হজ মৌসুমে হজে গমনেচ্ছুদের জন্য করোনাভাইরাসের টিকা বাধ্যতামূলক করেছে সৌদি সরকার। এ জন্য হজে যেতে ইচ্ছুকদের দ্রুত করোনা-প্রতিরোধী টিকা নেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়।

শুক্রবার (২৮ এপ্রিল) মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিমধ্যে ২০২৩ সালের হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে। আগামী ২১ মে হজের ফ্লাইট নির্ধারিত রয়েছে। তাই আগামী ৬ মে থেকে হজযাত্রীদের টিকা প্রদান কার্যক্রম শুরু করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক বরাবরও নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে।

গত বৃহস্পতিবার গালফ নিউজের খবরে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, প্রত্যেক হজযাত্রীকে হজের আবেদনের অন্তত ১০ দিন আগে করোনা টিকার ডোজ নিতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে টিকা সনদের অনুলিপি সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের সঙ্গে টিকা সনদের অনুলিপি যুক্ত করা বাধ্যতামূলক। কোনো আবেদনকারী যদি তা না করেন তাহলে তাকে হজের অনুমোদন দেওয়া হবে না।

চাঁদ দেখাসাপেক্ষে চলতি বছর ২৭ বা ২৮ জুন পালিত হবে পবিত্র হজ।

যাযাদি/ এসএম

আরও খবর

Sponsered content