প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২৪ , ৭:০১:৫৮ প্রিন্ট সংস্করণ
বাজিতপুর থানা পুলিশ চাঞ্চল্যকর নিবু হত্যা মামলার অজ্ঞাতনামা আসামীদের গ্রেপ্তার ও লুন্ঠনকৃত টাকা উদ্ধার করেছে।
জানাগেছে ১৮ অক্টোবর ২০২৪ ইং বাজিতপুর থানাধীন সুলতানপুর গ্রামের মৃত সুন্দর আলী মুন্সীর ছেলে নিবু মিয়া (৬৫) খুন হওয়ার ঘটনায় নিহতের ছেলে আব্দুর রহমান হৃদয় (২৮) বাদী হয়ে বাজিতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১৬ তারিখঃ২০;১০;২০২৪ ইং।
এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার বাজিতপুর সার্কেল সত্যজিৎ কুমার ঘোষ, বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মুরাদ হোসেন সংগীয় ফোর্স মামলার আইও উপ পরিদর্শক বিএম তরিকুল ইসলাম ও পুলিশ সদস্যরা তেলীবাড়ী বন্দে জনৈক বানু দেবনাথ এর আবাদী জমির পার্শে বিএডিসি সেচ ড্রেনের ভিতর থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্ত করান।
পরে তথ্য প্রযুক্তির সহায়তা মো. বাবুল মিয়া ইলেকট্রিশিয়ান, মো. সোহেল মিয়া অটোচালক, মো. নজরুল ইসলাম কসাই, মো. সুমন মিয়া রাজমিস্ত্রী কে তাদের স্বীকারোক্তির ভিওিতে গ্রেফতার করেন। তারা নিহতের সাথে থাকা ৭০০০০/ টাকা লুন্ঠন করে নিয়ে যায় পরে কিছু টাকা পুলিশ উদ্ধার করে।
এ ব্যাপারে ২৬ অক্টোবর শনিবার সকাল ১১ টায় পুলিশ সুপার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ।
এতে স্থানীয় সাংবাদিক গণ অংশগ্রহণ করে খুনের ঘটনা ও আসামীদের সম্পর্কে প্রশ্ন করে বিভিন্ন তথ্য জানেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ মো. আল আমীন হোসাইন ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মন্তোষ দেব নাথ উপস্হিত ছিলেন।