রাজশাহী

বড়াইগ্রামে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ কাজের উদ্বোধন

  প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২১ , ৯:৪৬:১২ প্রিন্ট সংস্করণ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি :

নাটোরের বড়াইগ্রামে ৩ কোটি ১৭ লক্ষ ২৪ হাজার টাকা ব্যয়ে ৩ তলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বনপাড়া পৌর শহরের কালিকাপুরে এই ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস।

উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এড. মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বনপাড়া পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি কেএম জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, জোয়াড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁদ মোহম্মদ, সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, স্থানীয় সরকারের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুল আজিজ প্রমুখ।

Powered by