চট্টগ্রাম

হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

  প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৩ , ৬:০২:২৮ প্রিন্ট সংস্করণ

হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

চট্টগ্রামে ২৬ বছর ধরে পলাতক হত্যা মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (৯ সেপ্টম্বর) চট্টগ্রাম নগরীর চাদগাঁও থানাধীন খাজা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামি মোঃ জসিম ওরফে দিদারুল ইসলাম রাঙ্গুনিয়া উপজেলার পশ্চিম নিশ্চিন্তাপুর এলাকার মৃত মেহেরুজ্জামানের ছেলে।

রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, গোয়েন্দা নজরদারিতে গোপন সুত্রে রাঙ্গুনিয়ার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী জসিমের অবস্থান নিশ্চিত করা হয়। পরে শনিবার রাতে নগরীর চাঁদগাঁও থানাধীন খাঁজা রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও খবর

Sponsered content