আন্তর্জাতিক

বিখ্যাত সাংবাদিক রবার্ট ফিস্ক মারা গেছেন

  প্রতিনিধি ২ নভেম্বর ২০২০ , ১২:০৭:৩২ প্রিন্ট সংস্করণ

প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক রবার্ট ফিস্ক আর নেই। স্ট্রোকে আক্রান্ত হয়ে ৭৪ বছর বয়সী এই সাংবাদিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দ্য আইরিশ টাইম ও বিবিসি এ খবর জানায়। গত শুক্রবার নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে ডাবলিনের সেন্ট ভিনসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

রবার্ট ফিস্ক ১৯৭০ সাল থেকে মধ্যপ্রাচ্য নিয়ে রিপোর্টিং করছিলেন। ওই অঞ্চলের প্রতিবেদন করে তিনি বহু পুরস্কার, সম্মাননা জিতেছেন। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পশ্চিমা পররাষ্ট্র নীতির কড়া সমালোচনা করায় তাকে নিয়ে বিতর্ক হয়েছে পশ্চিমা বিশ্বে। তিনি প্রায় পাঁচ দশক ধরে বলকান, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার যুদ্ধের সংবাদ সংগ্রহ করেন।

ফিস্ককে ২০০৫ সালে নিউইয়র্ক টাইমস ‘ব্রিটেনের খুব সম্ভবত সবচেয়ে খ্যাতিমান বিদেশ প্রতিবেদক’ হিসেবে আখ্যায়িত করে। তিনি ১৯৪৬ সালে ইংল্যান্ডের কেন্টের মেইডস্টোনে জন্মগ্রহণ করেন। পরে আইরিশ নাগরিকত্ব গ্রহণ করে ডাবলিনের ডালকিতে বসবাস করছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by