প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৪ , ৫:৫৯:৩৭ প্রিন্ট সংস্করণ
বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন উপলক্ষ্যে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আজ হাটহাজারী উপজেলা, পৌরসভা ও সকল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সদ্য বন্যা কবলিত এলাকায় দিনব্যাপী ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস.এম ফজলুল হক।
(১ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় মেখল ইউনিয়নের ফয়জিয়া বাজার চত্তরে হাটহাজারী উপজেলার সাবেক চেয়ারম্যান মাহাবুবুল আলম চৌধুরীর সভাপতিত্বে ত্রান বিতরণ পূর্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, উত্তর জেলা বিএনপি নেতা হারুন অর রশীদ চেয়ারম্যান, মুহাম্মদ মীর কাশেম, জাকের হোসেন চেয়ারম্যান, এম খায়রুন্নবী, সিরাজুল ইসলাম রাশেদ, হাজী মনছুর চৌধুরী, এম. ইলিয়াছ আলী, মজিবুল হক বাবুল, মো. গিয়াস উদ্দিন, লোকমান চৌধুরী, আবুল কালাম আজাদ, সেলিম হাসান, শফিক আহমেদ ভূট্টো, সুলতান আলম চৌধুরী, জসিম উদ্দিন, জাফর আলম, সাইফুল আজম মানিক, সৈয়দ সরওয়ার।
উত্তর জেলা ছাত্রদল নেতা কাজী রাশেদুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা এস এম মুসা, ইউসুফ আলী, মোঃ আবু তৈয়ব, সিরাজুল ইসলাম, শফিকুল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবক দল নেতা এয়ার মোঃ বাচা, সৈয়দ নাজিম উদ্দীন, রহিম উদ্দিন রাজু, জেলা ছাত্রদলের রেজাউল করিম বাবু, ফোরকান চৌধুরী, কে. এম হেলাল, রায়হান উদ্দিন, নাজিম উদ্দীন, মোঃ নুরুদ্দিন, জিয়াউদ্দিন মিজান, শাহনেওয়াজ জাহান মুন্না, পৌর বিএনপি নেতা মোহাম্মদ হাসান, আইয়ূব পাভেল, আনোয়ার হোসেন, নুরুল হুদা হ্দয় ও প্রমুখ।
এ সময় এস এম ফজলুল হক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে এ দেশের নিপীড়িত ও শোষিত- বঞ্চিত গণমানুষের মুক্তির সনদ ১৯ দফার আলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি প্রতিষ্ঠা করেন। এ দলের সকল কর্মকাণ্ড গরীব দুঃখী মানুষের জন্য। তাই প্রতিষ্ঠা বার্ষিকীর এ দিনে বর্ণাঢ্য কর্মসূচি পালন না করে বন্যার্থ মানুষের পাশে দাড়াতে দলের স্তরের নেতা- কর্মী আন্তরিকভাবে নিবেদিত রয়েছে।
তিনি আরো বলেন, প্রতিষ্ঠা বার্ষিকীর একটি ব্যানার বা ফ্যাস্টুনের খরচে বন্যার্থ একটি পরিবারের অন্তত তিনদিন খাবারের ব্যবস্থা হবে, তাই বানবাসী পিড়ীত মানুষের দুর্দিনে তাদের উপোষ রেখে কোন বিবেকবান রাজনীবিদ রাজনীতি করার অবকাশ নেই। আমাদের নেতা দেশপ্রেমিক তারেক রহমান জনগনের পাশে থাকার আহবান জানান।
অনুষ্ঠান শেষে বন্যাদূর্গত এলাকার ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।