চট্টগ্রাম

হাটহাজারীতে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৪ , ৮:০০:৪১ প্রিন্ট সংস্করণ

হাটহাজারীতে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শনিবার (২১ ডিসেম্বর ) সকাল ৯ টা ৩০ মিনিট থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এই ৪র্থ তম বৃত্তি পরীক্ষা।

সৈয়দ মুহাম্মদ দলিলুর রহমান মাষ্টার স্মৃতি সংসদের উদ্যোগে ২০২১ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে এই বৃত্তি পরীক্ষা।

 ধলই সোনাই গাউছিয়া তৈয়্যবিয়া সুন্নীয়া মাদ্রাসায় অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় বিভিন্ন সরকারী ও বেসরকারী ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬০ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করেন। 

পরীক্ষা নিয়ন্ত্রক দায়িত্ব পালন করেন সৈয়দ মুহাম্মদ দলিলুর রহমান মাষ্টার স্মৃতি সংসদ এর উপদেষ্টা  সৈয়দ মুহাম্মদ আবুল ফয়েজ , সার্বিক সমন্বয়কারী হিসাবে দ্বায়িত পালন করেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ মুহাম্মদ সাহাব উদ্দীন,  হল সুপারের দায়িত্ব পালন করেন সৈয়দ মুহাম্মদ আবু ছালেক।

পরীক্ষা নিয়ন্ত্রণক সৈয়দ মুহাম্মদ আবুল ফয়েজ  বলেন, ধলইতে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মেধাবৃদ্ধি এবং প্রতিযোগী শিক্ষায় অগ্রসর করতে ২০২১ সাল থেকে চালু হয়েছে সৈয়দ মুহাম্মদ দলিলুর রহমান মাষ্টার  স্মৃতি বৃত্তি পরীক্ষা। প্রতি বছর সংগঠনের নিজস্ব তহবিল থেকে মেধাবী শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করে থাকে। ভবিষ্যতেও এ ধারা অব্যহত থাকবে।

পরীক্ষা চলাকালীন হল পরিদর্শনে আসেন  সৈয়দ মুহাম্মদ দলিলুর রহমান মাষ্টার স্মৃতি সংসদ এর প্রতিষ্ঠাতা সৈয়দ মুহাম্মদ আব্দুল বায়েচ, উপদেষ্টা মাওলানা শফিউল আজম , সৈয়দ মুহাম্মদ আবু ছুফিয়ান,সৈয়দ মুহাম্মদ ডাঃ জহুরুল আলম,সৈয়দ মুহাম্মদ এনামুল হক, সৈয়দ মুহাম্মদ আব্দুল হান্নান, জহিরউদ্দীন চৌধুরী টিপু,সৈয়দ মুহাম্মদ মাহমুদুল হক,  সৈয়দ মুহাম্মদ আবু জাফর,সৈয়দ সালাউদ্দীন সৌরভ,  আরিফুুল ইসলাম চৌধুরী আজম,নিশাদ চৌধুরী ।

এই সময় আর উপস্থিত ছিলেন সৈয়দ মুহাম্মদ দলিলুর রহমান মাষ্টার স্মৃতি সংসদ এর সহ- সভাপতি এস এম শরিয়তুল ইসলাম, মুহাম্মদ মেজবাহ উদ্দিন, হাফেজ আরমান,হাফেজ জুনায়েদ, মিনহাজ,মুহাম্মদ আবু ফরহাদ তানবীর, ইমাম উদ্দীন, ইবনু, মুজিবুল হক, ফাহিম, ইমতিয়াজ প্রমুখ।

আরও খবর

Sponsered content