চট্টগ্রাম

হালিশহর ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ৩১ দফা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:৫৯:৪৯ প্রিন্ট সংস্করণ

হালিশহর ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ৩১ দফা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ বলেছেন, “জনগণ দীর্ঘ ১৭ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। জাতীয় নির্বাচনের আগেই যারা স্থানীয় নির্বাচনের কথা বলছেন, তারা মূলত স্বৈরশাসনকে টিকিয়ে রাখতে চান। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে দেওয়া যাবে না। জনগণের প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনকে আরও সুসংগঠিত করতে হবে।”

সোমবার (১৭ই ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নগরীর রেইনবো কমিউনিটি সেন্টারে ৩৯ নং হালিশহর ওয়ার্ড বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত ৩১ দফা শীর্ষক কর্মশালা ও প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, দেশের মানুষ গণতন্ত্র, সুশাসন ও মৌলিক অধিকার ফিরে পেতে চায়। বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি কার্যকর, জবাবদিহিতামূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ।

৩৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দীনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ শাহ আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সরফরাজ কাদের রাসেল, ইপিজেড থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রোকন উদ্দীন মাহমুদ, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক নুরুজ্জামান, ইপিজেড থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোজাদ বারেক এবং সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জাবেদ আনসারী। এছাড়াও উপস্থিত ছিলেন ইপিজেড থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরান খান, ইপিজেড থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান, ৩৯ নং ওয়ার্ডের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আইয়ুব খান, সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর এবং সাবেক সহ-সভাপতি মো. শরীফ।

আরও খবর

Sponsered content