বাংলাদেশ

হেফাজতের শান্তিপূর্ণ হরতালে পুলিশের গুলি, জামায়াতের তীব্র নিন্দা

  প্রতিনিধি ২৮ মার্চ ২০২১ , ৪:৫৪:৫৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ হরতালে নির্বিচারে গুলি করে মানুষ হত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী।

রোববার দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘শান্তিপূর্ণ হরতাল চলাকালে দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামা ও সাধারণ মুসলমানদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে গোটা দেশকে রক্তাক্ত করা হয়েছে। স্বাধীনতার ৫০ বছর পূর্তির মুহূর্তে সরকার চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া ও মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে গুলি করে ১৭ জন ইসলামপ্রিয় মানুষকে নির্মমভাবে হত্যা করেছে ও শত শত মুসল্লিকে আহত করেছে।’

তিনি বলেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। হেফাজতে ইসলামের নায়েবে আমীর, মধুপুরের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মাওলানা আবদুল হামিদ এবং মুন্সীগঞ্জের প্রবীণ আলেমে দ্বীন মাওলানা বশির আহমদকে গুলি করে আহত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশে চলছে সরকারের তাণ্ডব। আমরা এই মুহূর্তে হত্যাকাণ্ড বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সরকারকে বলব হত্যাকাণ্ড বন্ধ করুন, হাত গুটিয়ে নিন।
প্রেস বিজ্ঞপ্তি

আরও খবর

Sponsered content

Powered by