চট্টগ্রাম

‘হ্যালো সিএমপি’ অ্যাপ ফিরিয়ে দিলো শিক্ষার্থীর ব্যাগ

  প্রতিনিধি ১৩ মে ২০২৪ , ৬:০৩:৩৩ প্রিন্ট সংস্করণ

‘হ্যালো সিএমপি’ অ্যাপ ফিরিয়ে দিলো শিক্ষার্থীর ব্যাগ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ‘আমার গাড়ি নিরাপদ’ কার্যক্রমের ‘হ্যালো সিএমপি’ অ্যাপ ফিরিয়ে দিলো শিক্ষার্থীর ব্যাগ, টাকাসহ মূল্যবান কাগজপত্র। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষে শনিবার (১১ মে) বিকাল সাড়ে ৫টায় বাসে করে পাহাড়তলী থানাধীন অলংকার মোড়ে এসে পৌঁছান মোহাম্মদ ফাতির ইশরাক আরিয়ান (১৯) নামের এক শিক্ষার্থী।

সেখান থেকে সিএনজি করে খুলশী থানার লেকভিউ আবাসিক এলাকায় এক আত্মীয়ের বাসায় বিশ্রামে যান ওই শিক্ষার্থী। কিছুক্ষণ পর খুলশী কনভেনশন সেন্টারের সামনে থেকে অপর এক সিএনজি করে ঝাউতলায় অপর এক আত্মীয়ের বাসায় যান আরিয়ান। সেখান থেকে পুনরায় সেই সিএনজি করে রাত ৮ টায় আকবর শাহ্ থানার তোতন হাউজিংয়ে এসে নেমে যান।

সিএনজি থেকে নামার কিছুক্ষণের মধ্যে তিনি বুঝতে পারেন ট্রলি ব্যাগটি সিএনজির পেছনেই ফেলে এসেছেন। সে ট্রলিব্যাগে নগদ ১২ হাজার টাকা, এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল। সে পরে উক্ত বিষয়ে আকবর শাহ্ থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান একটি অভিযানিক টিম গঠন করে।

অভিযানিক টিম ঘটনাস্থলসহ অন্যান্য প্রাসঙ্গিক একাধিক সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সিএনজি নম্বর শনাক্ত করে। তারপর হ্যালো সিএমপি অ্যাপের আমার গাড়ি নিরাপদ সেবার ডেটাবেইজের মাধ্যমে সিএনজির মালিক এবং ড্রাইভারের তথ্য সংগ্রহ করে ২৪ ঘণ্টার মধ্যেই মোহাম্মদ ফাতির ইশরাক আরিয়ানের গুরুত্বপূর্ণ মালামালের ট্রলি ব্যাগটি উদ্ধার করে তাকে বুঝিয়ে দেওয়া হয়।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী জানান, ট্রলিব্যাগ হারানোর অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ‘আমার গাড়ি নিরাপদ’ ডাটাবেজের মাধ্যমে অটোরিকশার চালক ও মালিককে খুঁজে বের করে শিক্ষার্থীর হারানো ব্যাগটি উদ্ধার করা হয়।

আরও খবর

Sponsered content