প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৪ , ৪:৩৯:৪৫ প্রিন্ট সংস্করণ
সকল মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় সার্ভে ডিপ্লোমাধারীদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে দেশব্যাপী জেলা প্রশাসক (ডিসি) বরাবর স্মারকলিপি দিয়েছে বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ।
পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে লাগাতর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
বুধবার (১১ সেপ্টেম্বর) পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীরা।
এ সময় উপস্থিত ছিলেন পরিষদের আহবায়ক মো. শরিফুল ইসলাম ও সদস্য সচিব মো. মিরাজ হোসেনসহ ঢাকা জেলায় কর্মরত সকল দপ্তরের সার্ভেয়াররা। স্মারকলিপি দেওয়ার আগে তারা জেলা প্রশাসক অফিস চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
স্মারকলিপিতে বলা হয়, সরকারের সকল দপ্তরে কর্মরত অন্যান্য ডিপ্লোমা প্রকৌশলীদের ১০ম গ্রেড বেতন স্কেল কার্যকর করা হয়েছে। কিন্তু সমমান এবং এক ও অভিন্ন শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হওয়া সত্ত্বেও সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন করা হয়নি। একই কারিকুলামে ডিগ্রি অর্জন করে কেউ দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা, আবার কেউ তৃতীয় শ্রেণিতে চাকরি করছেন। আমরা এই বৈষম্যের অবসান চাই। এই বৈষম্য নিরসনে বিগত সরকারগুলো প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেনি। এ সংক্রান্ত মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ও আদালতের নির্দেশ বাস্তবায়িত হয়নি। স্মারকলিপিতে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এক দফা দাবি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলা হয়, দ্রুত দাবি বাস্তবায়ন না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।