চট্টগ্রাম

১৪ দিনের লকডাউনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

  প্রতিনিধি ৪ জুলাই ২০২০ , ৭:৫৪:৩৯ প্রিন্ট সংস্করণ

চবি প্রতিনিধি: করোনাভাইরাসের দ্রুত সংক্রমণ রোধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস আগামী ১৪ দিনের জন্য লকডাউন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক এস এম মনিরুল হাসান। তিনি জানান, চবি ক্যাম্পাসে করোনাভাইরাস দ্রুত সংক্রমণের শঙ্কায় ৪ জুলাই শনিবার হতে ১৭ জুলাই শুক্রবার পর্যন্ত ১৪ দিন চবি ক্যাম্পাস লকডাউন করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সাতজনসহ স¤প্রতি বিশ্ববিদ্যালয়ের ভেতরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। তাই প্রশাসন বিশ্ববিদ্যালয় লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। এ সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জরুরী প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম শহরস্থ চারুকলা ইন্সটিটিউট অফিস হতে পরিচালিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার চবি’র সিন্ডিকেট সদস্যদের সঙ্গে জরুরী আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

আরও খবর

Sponsered content

Powered by