দেশজুড়ে

গৌরীপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

  প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২৪ , ৫:৪৭:৪৩ প্রিন্ট সংস্করণ

গৌরীপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টায় স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটরিয়ামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৮, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) সংসদীয় আসনে  বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধার সন্তান এডভোকেট নিলুফার আনজুম পপি কে সংবর্ধনা প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা ও তাদের  সন্তানরা। 

মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা  নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন , বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মুক্তি, বীর মুক্তিযোদ্ধা আঃ গফুর, বীর মুক্তিযোদ্ধা রতন সরকার  সহ আরো অনেকেই। মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুজিবর রহমান ও বিল্লাল হোসেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র- ২ দিলোয়ারা আক্তার, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউসার চৌধুরীর রন্টি  সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানের দোয়া মাহফিল পরিচালনা  করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। 

আলোচনা শেষে সকল বীর মুক্তিযোদ্ধা এবং সন্তানরা নবনির্বাচিত সংসদ সদস্যের হাতে শুভেচ্ছা স্মারক  তুলে দেন। 

বীরমুক্তিযোদ্ধা এবং সন্তানদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে  সাংসদ পপি বলেন, আমি যেহেতু একজন  বীর মুক্তিযোদ্ধার সন্তান তাই আমি  মনে করি আমরা সকলেই একই পরিবারের সদস্য। আমি প্রতিমাসে অন্তত একবার আমার এই পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করার চেষ্টা করব। তিনি তার বক্তব্যে আরও বলেন আমার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে  মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে  একটি ক্যাপসুল লিফট  স্থাপন করা যাতে বয়স্ক মুক্তিযোদ্ধারা অনায়াসে উঠানামা করতে পারে। পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে  সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিষ্টি মুখের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। 

আরও খবর

Sponsered content

দেশে গরু-ছাগলের সংখ্যা বেড়েছে

বাজুস সভাপতি নির্বাচিত হলেন সায়েম সোবহান আনভীর

চকবাজারে ওরাকল ও বিসিএস হেল্প লাইন নামে দুটি কোচিং সেন্টারকে জরিমানা চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীর চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ওরাকল ও বিসিএস হেল্প লাইন নামক দুটি কোচিং সেন্টারকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।  করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি নির্দেশনা উপেক্ষা করে কোচিং সেন্টারে পাঠদান অব্যাহত রাখায় এ দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। গোপন সূত্রের খবরে গতকাল বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পরিচালিত ভ্রাম্যমান আদালতের নের্তৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক। অভিযানের বিষয়ে তিনি জানান, চট্টগ্রামে হঠাৎ করে করোনার সংক্রমণ বাড়ছে। করোনার সংক্রমণ ঠেকাতে চকবাজার কোচিং সেন্টারগুলোতে অভিযান চালানো হয়েছে। অভিযানে দুটি কোচিং সেন্টার খোলা পাওয়া গেছে। যারা একই ছাদের নিচে ছাত্রদের জড়ো করে বিপদজ্জনক পরিস্থিতি তৈরি করছে। এ কারণে চকবাজার গুলজার মোড়ে বিসিএস হেল্প লাইনকে ৫ হাজার টাকা ও ওরাকল কোচিংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। করোনা সংক্রমণ রোধে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

চকবাজারে ওরাকল ও বিসিএস হেল্প লাইন নামে দুটি কোচিং সেন্টারকে জরিমানা চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীর চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ওরাকল ও বিসিএস হেল্প লাইন নামক দুটি কোচিং সেন্টারকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি নির্দেশনা উপেক্ষা করে কোচিং সেন্টারে পাঠদান অব্যাহত রাখায় এ দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। গোপন সূত্রের খবরে গতকাল বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পরিচালিত ভ্রাম্যমান আদালতের নের্তৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক। অভিযানের বিষয়ে তিনি জানান, চট্টগ্রামে হঠাৎ করে করোনার সংক্রমণ বাড়ছে। করোনার সংক্রমণ ঠেকাতে চকবাজার কোচিং সেন্টারগুলোতে অভিযান চালানো হয়েছে। অভিযানে দুটি কোচিং সেন্টার খোলা পাওয়া গেছে। যারা একই ছাদের নিচে ছাত্রদের জড়ো করে বিপদজ্জনক পরিস্থিতি তৈরি করছে। এ কারণে চকবাজার গুলজার মোড়ে বিসিএস হেল্প লাইনকে ৫ হাজার টাকা ও ওরাকল কোচিংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। করোনা সংক্রমণ রোধে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

করপোরেট ফুটসাল কাপের শিরোপা এশিয়ান গ্রুপের ঘরেই

বাগানে দূর্বৃত্তদের তান্ডব, আড়াই লাখ টাকার গাছ কেটে উজাড় , হামলায় আহত-৪

ভারতে করোনায় মৃত্যু ৬৫ হাজার ছাড়াল