আন্তর্জাতিক

ভারতে করোনায় মৃত্যু ৬৫ হাজার ছাড়াল

  প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২০ , ১:০৭:২৮ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক: ভারতে করোনায় মৃত্যু ৬৫ হাজার ছাড়িয়েছে। আজ মঙ্গলবার নতুন করে ৮১৯ জন করোনায় মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৫ হাজার ২৮৮ জনে। এছাড়া দেশটিতে নতুন করে ৬৯ হাজার ৯২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত ৩৬ লাখ ৯১ হাজার ১৬৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৮ লাখ ৩৯ হাজার ৮৮৩ জন।  আজ মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। -খবর ইন্ডিয়া টু ডে ও এনডিটিভির।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৩১ আগস্ট পর্যন্ত পরীক্ষা করা মোট নমুনার সংখ্যা ৪ কোটি ৩৩ লাখ ২৪ হাজার ৮৩৪টি। গতকাল সোমবার পরীক্ষা করা হয়েছে ১০ লাখ ১৬ হাজার ৯২০টি নমুনা। দিল্লিতে এখন পর্যন্ত দেড় লাখ করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছে ৪ হাজার ৪০০ জন।

করোনা সংক্রমণের মধ্যেই ভারতে ৭ সেপ্টেম্বর থেকে মেট্রোরেল চালু করা হচ্ছে। আজ মঙ্গলবার থেকে খুলে দেওয়া হচ্ছে সব বার। তবে শিক্ষাপ্রতিষ্ঠান ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকছে।

আরও খবর

Sponsered content

Powered by