প্রতিনিধি ২৪ মার্চ ২০২৪ , ৬:০৪:০৯ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের পাহাড়তলীতে দীর্ঘ ১৫ বছর পর নোয়াখালীর কবিরহাট থানার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল হক প্রকাশ মিরা ছৈয়াল প্রকাশ কাদেরকে (৫৯) গ্রেফতার করেছে র্যাব-৭।
গ্রেফতার হওয়া আব্দুল হক নোয়াখালী জেলার সুধারাম থানার ধর্মপুর গ্রামের মৃত ছেরাজুল হকের ছেলে। শনিবার (২৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টায় নগরীর পাহাড়তলী থানার বিটেক মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাহাড়তলী থানার বিটেক মোড় এলাকায় অভিযান চালিয়ে নোয়াখালীর কবিরহাট থানার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল হক প্রকাশ মিরা ছৈয়াল প্রকাশ কাদেরকে গ্রেফতার করা হয়।
সে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেফতার এড়াতে দীর্ঘ ১৫ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল এবং সর্বশেষ চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় অবস্থান করে আসছিল।