দেশজুড়ে

শরণখোলায় মামলা করে বিপাকে পড়ার অভিযোগ

  প্রতিনিধি ২১ এপ্রিল ২০২০ , ৪:৫১:০৫ প্রিন্ট সংস্করণ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : শরণখোলায় একটি মারপিটের ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করায় হয়রানির শিকার হচ্ছেন বাদীর পরিবার আসামীপক্ষ তাদের নিজ ঘরে আগুন দিয়ে বাদীর পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র করছে উপজেলার খোন্তাকাটা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর নাইবের স্ত্রী বিলকিস বেগম গতকাল দুপুরে শরণখোলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন

বাদী বিলকিস বেগমের লিখিত বক্তব্যে জানান, করোনা পরিস্থিতির কারণে বাড়ীর উপর থেকে চলাফেরা আড্ডা দিতে বারন করায় প্রতিবেশী মাদক সেবী শহিদুল, শফিকুল, সাইফুল, রাকিব সহ /৮জন তার স্বামীকে মারধর করে ঘটনায় শরণখোলা থানায় বিলকিস বেগম বাদী হয়ে গত ১৫ এপ্রিল একটি মামলা দায়ের করেন এতে ক্ষিপ্ত হয়ে বাদীর পরিবারকে ফাঁসাতে প্রতিপক্ষ শহিদুল নিজ বসত ঘরের মালামাল সরিয়ে পাকের ঘরে আগুন ধরিয়ে দেয় শহিদুলের ষড়যন্ত্র পরবর্তীতে ফাঁস হয়ে যায়

এছাড়া প্রতিপক্ষ শহিদুল তার বোন শাহিনুর বেগম প্রয়োজনে নিজেদের বৃদ্ধ মাতা বা একটি সন্তানকে জবাই করে তাদের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয় প্রতিপক্ষের মিথ্যা মামলার ভয়ে বাদী বিলকিস বেগম তার পরিবার ভীত সন্ত্রাস্ত হয়ে পড়েছে ঘটনায় তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন  

আরও খবর

Sponsered content