প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৪ , ৫:৫৭:৫৬ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার (২৯ এপ্রিল) সকালে বেগমগঞ্জ ইউনিয়নের বিন্দুর চর এলাকায়।
থানা পুলিশ জানায়, উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল বেগমগঞ্জ ইউনিয়নের বিন্দুর চরে পরিত্যক্ত অবস্থায় পলিথিন দ্বারা মোড়ানো ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক নির্মুলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।