চট্টগ্রাম

পটিয়ায় আ’লীগের বিক্ষোভ মিছিল

  প্রতিনিধি ২ নভেম্বর ২০২৩ , ৬:৫৪:৩৯ প্রিন্ট সংস্করণ

পটিয়ায় আ’লীগের বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, নিরপেক্ষ নির্বাচন কিভাবে করতে হয় তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালোভাবেই জানেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী দৃশ্যমান উন্নয়ন কাজ চলছে। এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

বিএনপি-জামায়াত দেশে পুনরায় সন্ত্রাস-নৈরাজ্য করে অরাজকতা সৃষ্টি করার পায়তারা করছে। পদ্মা সেতু, টানেলসহ সারা দেশে দৃশ্যমান উন্নয়ন কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বক্ষেত্রে প্রশংসিত হয়েছেন। বিএনপি-জামায়াতের আন্দোলন কোন সময় সফল হয়নি এবং ভবিষ্যতেও হবে না।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোতাহেরুল ইসলাম এসব কথা বলেন।

কুসুমপুরা ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি হাজী মো. কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এম হোসাইন রানার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন- জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, স্বাস্থ্য বিষয়ক সম্পাকদ ডা: তিমির বরণ চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফারুক, পটিয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য মোজাহেরুল ইসলাম চৌধুরী, সদস্য নাছির উদ্দিন, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ঋষি বিশ্বাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান টিপু, কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম, উপজেলা আ’লীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এমরান মনা, সহ প্রচার সম্পাদক কাজী মো. মোরশেদ, নুরুল আবছার, দিদারুল আলম পিংকু, দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি মাঈনুদ্দিন চৌধুরী, যুবলীগ নেতা ইউসুফ খাঁন, খোরশেদ আলম, আবদুর রহিম, নিজাম উদ্দিন, আবদুর রশিদ, ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক হাফেজ মো. আয়ুব, আজম খান, যুবলীগ নেতা দিদারুল ইসলাম, যুবলীগ নেতা শেখ মো.মুনির, বুলবুল হোসেন, আবদুর রহমান জুনু, আবদুর রহিম, আবদুর রহমান, এমরান, আবু তৈয়ব, ছাত্রলীগ নেতা জানে আলম, মিজবাহ উদ্দিন,নুরুল হুদা নাহি, মো. আরশেদ, মো. সাকিব, আতিকুর রহসান, কেপি সাগর, সাগর-২।

আরও খবর

Sponsered content

Powered by