চট্টগ্রাম

বাঁশখালীতে ফেরারপথে কক্সবাজারের ঈদগাহে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

  প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৪ , ৭:২১:৪৭ প্রিন্ট সংস্করণ

বাঁশখালীতে ফেরারপথে কক্সবাজারের ঈদগাহে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

চট্টগ্রা‌মের বাঁশখালী উপজেলার বাহারছড়া এলাকা থে‌কে‌ কক্সবাজা‌রের বায়তুশ শরফ চক্ষু হাসপাতালে চি‌কিৎসা নি‌য়ে ফি‌রে আসার প‌থে বাস-মাই‌ক্রো দুর্ঘটনায় ৫ জন নিহত ও প্রায় ১২/১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গে‌ছে।

সোমবার (২৯ এপ্রিল) ১২ টার দিকে কক্সবাজারে ঈদগাহ এলাকায় রোগীবাহী মাই‌ক্রো ও বা‌সের সংঘ‌র্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘ‌টে ব‌লে জানা যায়। সোমবার‌ সন্ধ্যা সাড়ে ৭টায় এ রি‌পোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মারা যান- বাহারছড়া ইউপির ৭ নম্বর ওয়ার্ডের ইলশা পুরাতন বাড়ির মৃত মফিজুর রহমানের পুত্র আবু আহমেদ, পশ্চিম ইলশার ৮ নম্বর ওয়ার্ডের মৃত মাহবুবুল আলমের স্ত্রী মাহমুদা বেগম, খানখানাবাদ ইউনিয়নের ডোংরা গ্রামের চৌকিদার বাড়ির আব্দুল কুদ্দুসের স্ত্রী সায়রা খাতুন, ডোংরা কুফিয়া গ্রামের গোলাম সোবহানের পুত্র দুলা মিয়া, খদিজা বেগম নামে একজনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি (মালুমঘাট হাইওয়ে থানাতে আছে)।

এ ঘটনায় আহতরা হলেন- বাহারছড়া ৮ নম্বর ওয়ার্ডের মৃত আকমল মিয়ার পুত্র আব্দুল মান্নান, খানখানাবাদ ৪ নম্বর ওয়ার্ডের মৃত দুদু মিয়ার পুত্র আব্দুর রশিদ, কাথরিয়া ২ নম্বর ওয়ার্ডের মাদবর বাড়ির তৈয়্যব আলীর স্ত্রী জাহানারা বেগম, বাগমারা ৩ নম্বর ওয়ার্ডের আবুল খায়ের এর পুত্র রফিক আহমেদ, কায়ুম মিয়ার পুত্র নুরুল হোসেন, বাহারছড়ার দক্ষিণ ইলশার ৫ নম্বর ওয়ার্ডের মৃত আবু সালেকের স্ত্রী ফাতেমা বেগমসহ অন্তত ৪/৫ জন।

আরও খবর

Sponsered content