চট্টগ্রাম

ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

  প্রতিনিধি ১২ মে ২০২৪ , ৪:০০:৫৯ প্রিন্ট সংস্করণ

ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

ফুটবল খেলতে গিয়ে সিয়াম (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। বজ্রপাতে আহত সিয়ামকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা তাকে মৃত ঘোষণা করেছেন। চিকিৎসক জানান নিহত সিয়ামের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিলনা।

শনিবার (১১ মে) সকাল সাড়ে ৯টায় মুরাদনগর উপজেলার উত্তর ত্রিশ গ্রামের বালুর মাঠে ফুটবল খেলতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের প্রবাসী হুমায়ন কবিরের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে সিয়াম তার বন্ধুদের সাথে নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে ত্রিশ গ্রামের বালুর মাঠে গিয়েছিলো। তাদের খেলা চলাকালীন সময়ে মাঠে বজ্রপাতের ঘটনা ঘটে।

এতে সিয়াম মাঠেই জ্ঞান হারিয়ে ফেলে। তাকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফারহানা মৃত ঘোষণা করেন।

নবীপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, সিয়াম কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। বজ্রপাতের শব্দে ঘটনাস্থলেই সে জ্ঞান হারিয়ে ফেলে। তার মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া বইছে।

আরও খবর

Sponsered content