প্রতিনিধি ১২ মে ২০২৪ , ৫:১১:৩৩ প্রিন্ট সংস্করণ
১১ বছর বয়সে বৈদ্যুতিক তারে জড়িয়ে দুই হাত হারায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বজলুর রহমানের ছেলে রফিকুল ইসলাম রাব্বি। এরপর থেকে পায়ে লিখে পড়াশোনা শুরু করে। ৫ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পায়ে লিখে উর্ত্তীর্ণ হয়েছে ভাটিয়ারী হাজী তোবারক আলী উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী ছাত্র। সর্বশেষ এবারের এসএসসি পরীক্ষায়ও পায়ে লিখে জিপিএ-৫ পেয়ে হয়েছে।
ভাটিয়ারি হাজী তোবারক আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তি লাল আচার্য্য বলেন, রাব্বি অদম্য মেধাবী ছাত্র। পা দিয়ে লিখে ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ শ্রেণি পর্যন্ত প্রতিটি পরীক্ষায় পাস করেছে। এবার জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেছে, যা এই স্কুলের জন্য গর্বের।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরও জানান, যেহেতু তার দুই হাত নেই এবং পা দিয়ে লেখে, তাই পরীক্ষার সময় নিয়ম মেনে তাকে ৩০ মিনিট সময় অতিরিক্ত দেওয়া হয়। এসএসসি পরীক্ষায়ও ৩০ মিনিট বাড়তি সময় পেয়েছে। তার জন্য নির্ধারিত সময়ের মধ্যে সব প্রশ্নের উত্তর লিখে শেষ করে।
রাব্বির বাবা বজলুর রহমান বলেন, ২০১৬ সালে রাব্বি ভাটিয়ারী বাজারে ফুট ওভারব্রিজের ওপর দিয়ে যাওয়ার বৈদ্যুতিক তারে জড়িয়ে দুই হাত হারাতে হয়। দীর্ঘ চিকিৎসায় সুস্থ হলে তাকে প্রথমে মুখ দিয়ে, পরে পা দিয়ে লিখতে শেখানো হয়। শিক্ষকদের প্রচেষ্টা এবং রাব্বির অদম্য ইচ্ছায় পা দিয়ে লিখতে অভ্যস্থ হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে পাস করেছে।
রাব্বি বলেন, ‘আমি দরিদ্র পরিবারের সন্তান। পড়াশোনা করে উচ্চশিক্ষিত হতে চাই। ভবিষ্যতে ভালো ফলাফল করে ভালো চাকরি পাব, সেই আশা করছি।’