দেশজুড়ে

কবি নজরুল বিশ্ববিদ্যালয় সংলগ্ন চাকমা পল্লিতে আগুন

  প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২২ , ৭:২৮:৪২ প্রিন্ট সংস্করণ

মো: আরাফাত রহমান: কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠের দক্ষিণ পাশে অবস্থিত চাকমা পল্লীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ‘সাদিয়া ভিলা’ নামের ওই ছাত্রাবাসটির চারটি রুম পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও ক্ষতিগ্ৰস্থ হয়েছে আরো চারটি রুম । খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে দশটার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন চাকমা পল্লীর একটি রুমে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আরও তিনটি রুমে। অগ্নিকাণ্ডে সাদিয়া ভিলার চারটি রুমসহ আটটি রুম ক্ষতিগ্রস্ত হয়। এতে শিক্ষার্থীদের বই-খাতা, ল্যাপটপ সহ প্রয়োজনীয় অনেক আসবাবপত্র পুড়ে গেছে । অগ্নিকান্ডের পর ক্ষতিগ্ৰস্থ ছাত্রাবাসটির শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকার জন্য নিয়ে যাওয়া হয় ।

কিভাবে আগুন লেগেছে তা সঠিকভাবে জানা না গেলেও, স্থানীয়রা জানিয়েছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে থাকতে পারে ।

এ নিয়ে গত এক মাসের ব্যবধানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুটি ছাত্রাবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো । আগুন লাগার খবর পেয়ে রাত ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

 

ত্রিশাল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রিয়াজ উদ্দিন জানান, চাকমা পল্লীর সাদিয়া ভিলার চারটি রুম একদম পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৬ টি রুম। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও শনাক্ত হয়নি।

আরও খবর

Sponsered content

Powered by