প্রতিনিধি ১২ মে ২০২৪ , ৬:৫৩:০০ প্রিন্ট সংস্করণ
কুমিল্লার দেবীদ্বারে প্রবাসী স্বামীকে ডিভোর্স ও এক সন্তানকে ফেলে রেখে বিয়ের দাবিতে প্রেমিক সেনা সদস্যের বাড়িতে অনশনে বসেছে রিমনা আক্তার (২৩) নামে এক তরুণী। ঘটনাটি ঘটে শনিবার (১১মে) সকাল থেকে উপজেলার সোতপুকুড়িয়া গ্রামের পরকীয়া প্রেমিক সেনা সদস্য পাভেল মাঝি(২৪)’র বাড়িতে।
স্থানীয়রা জানায়, পাভেল মাঝি উপজেলার সোতপুকুড়িয়া গ্রামের আঃ হাকিম মাঝির ছেলে। পেশায় সে একজন সেনা সদস্য। অনশনে বসা রিমনা আক্তার উপজেলার মরিচা গ্রামের আজিজুর রহমান মাঝির মেয়ে। ২০১৬ সালে পারিবারিক ভাবে এক প্রবাসীর সাথে তার বিয়ে হয়। ৭ বছরের সংসার জীবনে রোহান (৬) নামে তার একটি ছেলে সন্তান রয়েছে।
অনশনের বিষয়ে জানতে চাইলে রিমনা আক্তার জানায়, ৫ বছর আগে ফেসবুকের মাধ্যমে আমার এবং পাভেলের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পাভেল আমাকে বিয়ে করবে বলে আমার সাথে শারীরিক সম্পর্কে জড়ায়। আমি বিয়ের দাবি করলে পাভেল আমার স্বামীকে ডিভোর্স দিতে বলে, আমি তার কথায় আমার স্বামীকে ডিভোর্স দেই। স্বামীকে ডিভোর্স দেওয়ার তিন মাস পেরিয়ে গেলেও সে আমাকে বিয়ে না করে বিভিন্ন বাহানা করে যাচ্ছে। তাই আজ আমি বিয়ের দাবিতে তার বাড়িতে অনশনে বসেছি।
আমি আসায় সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত পাভেল মাঝি ও তার পরিবারের কাউকেই বাড়িতে পাওয়া যায়নি। পাভেল মাঝির মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও নাম্বার বন্ধ পাওয়া যায়।