প্রতিনিধি ১৩ মে ২০২৪ , ৬:১০:১১ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থেকে ৬টি চোরাই মোবাইলসহ ১ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া মো. পারভেজ (২৭) বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরার ব্রাহ্মণপাড়ার আহমদ নূরের ছেলে।
সোমবার (১৩ মে) পুরাতন রেলস্টেশন সংলগ্ন গ্রামীণ মাঠের প্রবেশমুখ থেকে তাকে গ্রেফতার করা হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়েদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ৬টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।