প্রতিনিধি ১৩ মে ২০২৪ , ৬:১৭:৫৫ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অবৈধভাবে সরকারি জায়গা দখল করে বালু ব্যবসার অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে জরিমানার পাশাপাশি তিন প্রতিষ্ঠানের দুইটি স্কেভেটর ও এক লাখ ৩০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এসময় তিন প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা ধার্য করা হয়। রোববার (১২ মে) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযূষ কুমার চৌধুরী।
কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযূষ কুমার চৌধুরী বলেন, অবৈধভাবে সরকারি ও ব্যক্তিমালিকানাধীন অন্যের জায়গায় জোর করে বালু মজুত বিকি করছিলো। সেখানে কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে ব্যবসা পরিচালনা করায় অভিযান পরিচালনা করা হয়। এসময় তিন প্রতিষ্ঠানকে এক লাখ টাকা করে জরিমানা করে তা আদায় করা হয়। এছাড়া বালু ও দুইটি স্কেভেটর জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে।
জরিমানায় দণ্ডিত প্রতিষ্ঠানগুলো হলো পটিয়া উপজেলা যুবলীগ নেতা প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া ওরফে লিটন বড়ুয়ার মালিকানাধীন এলবি এন্টারপ্রাইজ, যুবলীগ নেতা আবু শাহাদাত সায়েমের মালিকানাধীন সারওয়ার কর্পোরেশন এবং নুরুল ইসলামের মালিকানাধীন ফতে আলী শাহ এন্টারপ্রাইজ।