বাংলাদেশ

ঢাকার বাইরে শিক্ষার্থীদের দিতে হবে ফুল ভাড়া

  প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২১ , ৪:৩৭:১২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে হাফ ভাড়া কার্যকরের ঘোষণা দিয়েছেন বাস মালিকরা। আগামীকাল ১ ডিসেম্বর থেকে এটি কার্যকর হবে। শুধুমাত্র ঢাকায় হাফ ভাড়া নেওয়া হবে। ঢাকার বাইরের শিক্ষার্থীদের দিতে হবে ফুল ভাড়া।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ।

তিনি বলেন, ভ্রমণকালে বাসে ছাত্র-ছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। প্রয়োজনে তা প্রদর্শন করতে হবে। ব্যক্তি মালিকানাধীন বাসে চলাচলের ক্ষেত্রে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা হাফ ভাড়ার সুবিধা পাবেন।

সরকারি ছুটিসহ স্কুল-কলেজের মৌসুমি ছুটির সময়ে হাফ ভাড়া কার্যকর হবে না।

হাফ ভঅড়া শুধু ঢাকার ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানান খন্দকার এনায়েত উল্ল্যাহ। ঢাকার বাইরের জেলাগুলোতে যেসব শিক্ষার্থী চলাচল করবেন তাদের বাসের পূর্ণ ভাড়া পরিশোধ করতে হবে।

সংবাদ সম্মেলনে হাফ ভাড়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দ্রুত ঘরে ফেরার অনুরোধ জানান সড়ক পরিবহন মালিক সমিতির এ নেতা।

আরও খবর

Sponsered content

Powered by