রংপুর

উলিপুর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর গাড়িতে হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

  প্রতিনিধি ১৮ মে ২০২৪ , ৫:৫৩:১৩ প্রিন্ট সংস্করণ

উলিপুর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর গাড়িতে হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

কুড়িগ্রামের উলিপুরে এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কর্তৃক প্রতিদ্বন্দ্বী ভাইস চেয়ারম্যান প্রার্থীর গাড়িতে হামলা ও চালককে মারধরের ঘটনায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। শুক্রবার (১৭ মে) বিকাল থেকে রাত আটটা পর্যন্ত তিন ঘণ্টা কুড়িগ্রাম-চিলমারী প্রধান সড়কের একাধিক স্থানে অবরোধ করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুসতারি রহমান চন্দনা (ফুটবল প্রতীক) প্রচারণা শেষে পৌর শহরের এমএস স্কুল এ্যান্ড কলেজের সামনের সড়কে প্রাইভেট কার রেখে হোটেলে খাবার খেতে যান।

প্রতিদ্বন্দ্বী মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মতি শিউলীও (কলস প্রতীক) প্রচারণা শেষে মাইক্রোবাস যোগে তার বাড়ির সামনে এসে নামেন। এ সময় প্রতিপক্ষ প্রার্থীর প্রাইভেট কার বাড়ির সামনের সড়কে দেখতে পেয়ে ক্ষিপ্ত হয়ে মতি শিউলী ও তার লোকজন কারের চালককে মারধর করেন এবং গাড়িতে লাগানো নির্বাচনী পোস্টার ছিড়ে ফেলেন। এ ঘটনায় ফুটবল প্রতীকের প্রার্থী থানায় অভিযোগ করেন বলে জানা গেছে।

এ উপজেলায় ২য় ধাপে আগামী ২১ মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।এদিকে প্রাইভেট কারের চালককে মারধরের ঘটনায় মটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা শ্রমিক লাঞ্চনার বিচারের দাবিতে শুক্রবার (১৭ মে) বিকাল থেকে রাত আটটা পর্যন্ত তিন ঘণ্টা কুড়িগ্রাম-চিলমারী সড়কের উলিপুর পোস্ট অফিস মোড় ও কোচ স্ট্যান্ডে সড়কের উপর আড়াআড়ি করে বাস রেখে অবরোধ করেন।

অবরোধের কারণে সড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। এ সময় ঢাকাগামী যাত্রীরা দুর্ভোগে পড়েন। লাঞ্ছিত প্রাইভেট কার চালক মিন্টু মিয়া অভিযোগ করে বলেন, আমি গাড়িতে বসে থাকা অবস্থায় মতি শিউলী ও তার লোকজন আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাকে মারধর করেন। এ সময় তারা গাড়িতে লাগানো পোস্টার ছিড়ে ফেলেন এবং প্রার্থীর স্বজনদের উপর চড়াও হন।

পরে পথচারীরা জড়ো হয়ে আমাদেরকে উদ্ধার করেন।মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুসতারি রহমান চন্দনা বলেন, প্রাইভেট কারে আমার দুই শিশু সন্তানসহ ড্রাইভার বসে ছিল। এ সময় প্রতিপক্ষ প্রার্থী মতি শিউলী ও তার লোকজন গাড়ির চালকসহ আমার শিশু সন্তানদেরকে মারধর করেন। এ ঘটনায় রাতেই থানায় মৌখিক অভিযোগ করেছি। শুক্রবার রিটানিং কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ করেছি।

আমি এই ন্যাকারজনক ঘটনার বিচার চাই।মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মতি শিউলী প্রাইভেট কার চালককে মারধরের কথা অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তারা নির্বাচনী মাঠে বিভিন্ন প্রকার নোংরামি কথাবার্তা বলে আসছে। বৃহস্পতিবার রাতে নির্বাচনী প্রচারণা শেষে বাড়ির সামনে এসে দেখি ফুটবল প্রতীকের গাড়ি পার্কিং করা।

এসময় আমার সমর্থকরা উত্তেজিত হয়ে তাদের রাগারাগি করেন। সেখানে কাউকে মারধর বা পোস্টার ছেড়ার ঘটনা ঘটেনি।উলিপুর মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাজু জানান, শ্রমিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ করা হয়েছিল। পরে রাতে প্রশাসন ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেয়ায় সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়েছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, গাড়ির চালককে মারধরের অভিযোগ তুলে শ্রমিকরা সড়ক অবরোধ করেছিল। পরে তাদের সাথে আলোচনা করে সড়ক থেকে বাস সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর

Sponsered content