ঢাকা

আশুলিয়ায় চাঁদাবাজি ও অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন

  প্রতিনিধি ১৮ মে ২০২৪ , ৭:৩৬:০৭ প্রিন্ট সংস্করণ

আশুলিয়ায় চাঁদাবাজি ও অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন

ঢাকার আশুলিয়ায় পরিচ্ছন্নতা কর্মীদের কাছ থেকে চাঁদাবাজি ও অত্যাচার বন্ধের দাবিতে জাতীয় শ্রমিক ফেডারেশন (JSF) এর ব্যানারে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।শনিবার বিকালে আশুলিয়া প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করেন তারা।

এসময় পরিচ্ছন্নতা কর্মীদের ওপর অত্যাচার ও তাদের কাছ থেকে যেন চাঁদা না নেওয়া হয় এ দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। জাতীয় শ্রমিক ফেডারেশনের সাভার ও আশুলিয়া কমিটির সভাপতি মোঃ ফরিদুল ইসলামের নেতৃত্বে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন, শ্রমিক নেতা মোঃ আল-কামরান, মো. মিজানুর রহমান মিজান, অরেবিন্দু ব্যাপারি বিন্দু, আনিসুর রহমান, শাহাদাত হোসেন স্বপন, তাজেরুল ইসলাম সুমন ও জুলহাস মিয়া।

এছাড়া আরো অংশগ্রহণ করেন, সুইপার অ্যাসোসিয়েশন আশুলিয়া কমিটির সভাপতি মো. বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সেন্টু ও সদস্য লিয়াকত আলী সহ প্রায় অর্ধশত সুইপার।শ্রমিক নেতা ফরিদুল বলেন, আমাদের বাড়ি-ঘর এবং রাস্তাঘাট সহ নগর ও এলাকা পরিচ্ছন্ন রাখেন যে পরিচ্ছন্নতা কর্মী বা সুইপাররা, তাদের কাছ থেকে চাঁদা তোলে এলাকার চিহ্নিত ব্যক্তিরা।

এমনও কি সুইপারদেরকে জিম্মি করে তাদের ওপর চালানো অমানুষিক নির্যাতন। অবিলম্বে আশুলিয়া অঞ্চলের সুইপারদের ওপর অত্যাচার বন্ধসহ তাদের কাছ থেকে বেআইনিভাবে চাঁদাবাজি বন্ধের দাবি জানান এই নেতা।

আরও খবর

Sponsered content