চট্টগ্রাম

চট্টগ্রামে মানহীন পণ্য বিক্রি করে জরিমানা গুনলো দুই প্রতিষ্ঠান

  প্রতিনিধি ২১ মে ২০২৪ , ৭:২৭:২৪ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে মানহীন পণ্য বিক্রি করে জরিমানা গুনলো দুই প্রতিষ্ঠান

চট্টগ্রাম নগরীতে নিম্নমানের পণ্যের উপর নামি দামি ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে বেশি দামে বিক্রি এবং পণ্যের গায়ে আগের কম মূল্যের উপর পুনরায় অধিক মূল্যে লেভেল লাগিয়ে বেশি দামে বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার।

মঙ্গলবার (২১ মে) নগরীর জিইসি ও ২নং গেইট কর্ণফুলী কমপ্লেক্সে নিত্যপণ্যের বাজার মনিটরিং করতে গিয়ে ব্যবসায়ীদের এমন গরমিল ধরা পড়ে ভোক্তাধিকারের হাতে। কর্ণফুলী কমপ্লেক্সের ৪নং গলির একটি দোকানে হিরো ক্রিম (দুগ্ধ জাতীয় খাবার পণ্য) নামে একটি নিম্ন মানের পণ্যের ডানো ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে বিক্রি করে আসছিলেন অনেকদিন ধরে।

অন্যদিকে ফ্রেডস কোম্পানির ইঁদর খাওয়ার চিড়ার লেভেল লাগিয়ে ভালো পণ্য হিসাবে বিক্রি ও প্রদর্শন করার অপরাধে ঐ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করে ভোক্তাধিকার। অপরদিকে নগরীর জিইসি এলাকার কামাল জেনারেল স্টোরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মাদ আনিছুর রহমান বলেন, ঈদুল আযাহাকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। আরও নজরদারি বাড়ানো হবে।

আরও খবর

Sponsered content