আইন-আদালত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রজ্ঞাপন স্থগিত ও প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট

  প্রতিনিধি ৮ আগস্ট ২০২২ , ৪:০৩:১৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রজ্ঞাপন স্থগিত ও প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে শুনানি হতে পারে।

সোমবার অ্যাডভোকেট আশিকুজ্জামান এ রিট দায়ের করেন।

রিট দায়েরের পর অ্যাডভোকেট আশিকুজ্জামান বলেন, ‘আজকে হাইকোর্টে রিট করেছি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রজ্ঞাপন স্থগিত ও প্রত্যাহার চেয়ে আমি রিট পিটিশনটি দায়ের করেছি।’

মঙ্গলবার রিটের ওপর শুনানি হতে পারে বলে জানান এই আইনজীবী।

অ্যাডভোকেট আশিকুজ্জামান বলেন, ‘সরকার ৫ তারিখে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করে যে প্রজ্ঞাপন দিয়েছে সেটি স্থগিত এবং বাতিল চেয়েছি। ৫০ শতাংশের বেশি মূল্যবৃদ্ধি করেছে এটা জনগণের ওপর প্রভাব পড়বে। যানবাহনের ভাড়া অলরেডি বেড়ে গেছে। দেশে কৃষিকাজে তেলের ব্যবহার করা হয়, তারাও ক্ষতিগ্রস্ত হবে।’

শুক্রবার দিবাগত রাতে হঠাৎ করে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।

প্রজ্ঞাপন অনুযায়ী ডিজেল ও কেরোসিনের দাম ৮০ থেকে বাড়িয়ে ১১৪ টাকা; অকটেন ৮৯ থেকে ১৩৫ আর পেট্রল ৮৬ থেকে ১৩০ টাকা করা হয়েছে।

ডিজেলসহ সব ধরনের দাম বৃদ্ধির ফলে জীবনযাত্রার ওপর বড় ধরনের চাপ তৈরি হয়েছে। মূল্যবৃদ্ধির ঘোষণার পরদিনই বাড়ানো হয়েছে বাসভাড়া। এছাড়া অন্যান্য নিত্যপণ্যের দামও বেড়েছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো পড়েছে বিপাকে।

আরও খবর

Sponsered content

Powered by