রংপুর

উলিপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

  প্রতিনিধি ২৩ মে ২০২৪ , ৩:৩৯:৫৮ প্রিন্ট সংস্করণ

উলিপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

কুড়িগ্রামের উলিপুরে উপজেলা পরিষদ নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয়েছে উপজেলা চেয়ারম্যান পদে তিন প্রার্থীর। মঙ্গলবার (২১ মে) উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোট প্রাপ্ত ভোটের ১৫ শতাংশের কম ভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়।

উপজেলা নির্বাচন কার্যালয় জামানত বাজেয়াপ্তের বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা চেয়ারম্যান পদে পাঁচ জন, ভাইস চেয়ারম্যান পদে দুই জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তার মধ্যে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান এম কফিল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবিব রানা ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক স.ম আল মামুন সবুজের জামানত বাজেয়াপ্ত হয়।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৫১ টি ভোট কেন্দ্রে মোট ৮৩ হাজার ৩৯টি ভোট পড়ে। সেখানে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সদস্য সাজাদুর রহমান তালুকদার সাজু (আনারস) ৫০ হাজার ৪৬৪ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু (মোটর সাইকেল) ১৪ হাজার ৬৯৩ ভোট পেয়ে পরাজিত হন। এর মধ্যে এম কফিল উদ্দিন (ঘোড়া) ৬ হাজার ৬৭৮, আহসান হাবিব রানা (দোয়াত কলম) ৬ হাজার ৫৯৭ এবং স.ম আল মামুন সবুজ (কাপ-পিরিচ) ২ হাজার ২০২ ভোট পান।

উপজেলা নির্বাচন কর্মকর্তা এরশাদুল হক মিয়া বলেন, নির্বাচনের নিয়ম অনুসারে প্রার্থী তার আসনে মোট প্রাপ্ত ভোটের ১৫ শতাংশের কম পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। এ কারণে ওই তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও খবর

Sponsered content