প্রতিনিধি ২৭ মে ২০২৪ , ১:২৭:৫৩ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামে ভারী বৃষ্টিতে একটি নির্মাণাধীন ভবনের দেয়াল চাপা পড়ে সাইফুল ইসলাম হৃদয় (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মে) নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল জেড আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত হৃদয় নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আবুল হোসেনের ছেলে। থাকতেন নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায়। নগরীর বায়েজিদ বোস্তামী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ‘সকালে বৃষ্টিতে হাঁটার সময় পাশের নির্মাণাধীন একটি ভবনের দেয়াল চাপা পড়ে সাইফুল ইসলাম হৃদয় নামে এক যুবক মারা গেছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।’
এদিকে, রাত থেকেই চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নগরীর বিভিন্ন এলাকায়। এতে হাঁটু থেকে কোমরসমান পানি জমেছে। জলাবদ্ধতার কারণে চট্টগ্রামের বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ঘূর্ণিঝড় রিমালের কারণে এ বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা এমএইচএম মোসাদ্দেক। তিনি বলেন, ‘রবিবার সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২০৫.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সারাদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে পাহাড় ধসের সম্ভাবনাও রয়েছে।’