চট্টগ্রাম

জলজটে স্থবির চট্টগ্রাম নগরীর জীবনযাত্রা

  প্রতিনিধি ২৭ মে ২০২৪ , ৪:২১:২২ প্রিন্ট সংস্করণ

জলজটে স্থবির চট্টগ্রাম নগরীর জীবনযাত্রা

ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে তেমন ক্ষয়ক্ষতি না হলেও বৃষ্টির পানিতে দিনভর ডুবেছিলো চট্টগ্রাম নগরী। ফলে বিঘ্নিত হয়েছে স্বাভাবিক শহুরে জীবনযাত্রা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কর্মজীবী মানুষ ঘর থেকে বের হয়ে বিপাকে পড়েছে গন্তব্যে যেতে। রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, ষোলশহর, বাদুরতলা, চকবাজার, বাকলিয়া, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, ২ নম্বর গেট, জিইসি মোড়, পুরাতন চান্দগাঁও থানাসহ নগরীর বেশিরভাগ এলাকা হাঁটু থেকে গলা সমান পানিতে তলিয়ে গেছে। সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে একাধিক সড়কে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে নগরজুড়ে বৃষ্টিপাত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২০৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা এমএইচএম মোসাদ্দেক জানান, রবিবার রাত ৮টার দিকে বাংলাদেশের উপকূলে আঘাত করে ঘূর্ণিঝড় রেমাল। এরপর বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে। এর প্রভাবে বৃষ্টি হচ্ছে।

এদিকে নগরবাসীর সেবা নিশ্চিতের প্রধান দায়িত্ব যার, সেই সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী নিজেই পানিবন্দি হয়ে বাসায় আটকে পড়েছেন। নগরীর বহদ্দারহাটে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবন যথারীতি পানিতে তলিয়ে গেছে। মেয়র বাসা ছেড়ে বের হতে না পারায় অফিসে পৌঁছাতে পারেননি। বাসার সামনে জমে থাকা পানি মোটর দিয়ে সড়কে ফেলতে দেখা গেছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা লতিফুল হক কাজমী বলেন, টানা ভারি বৃষ্টির কারণে পানি জমে থাকছে। আমাদের কয়েকটি টিম পানি দ্রুত অপসারণে কাজ করছে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে চট্টগ্রামে ব্যাপক বর্ষণ ও জোয়ারের কারণে বেশকিছু জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কিছু জায়গায় সকালে পানি থাকলেও এখন নেই। বৃষ্টি কমলেই পানি কমে যাবে।