খেলাধুলা

১০ দলে যাদের দিকে চোখ থাকবে বিশ্ববাসীর

  প্রতিনিধি ৫ অক্টোবর ২০২৩ , ৪:৪৪:২১ প্রিন্ট সংস্করণ

১০ দলে যাদের দিকে চোখ থাকবে বিশ্ববাসীর

বিশ্বকাপ শুরুর আগের দিন প্রকাশিত আইসিসি র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে ওয়ানডের এক নম্বর বোলার ভারতের মোহাম্মদ সিরাজকে ধরে ফেলেছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড। সমান ৬৬৯ রেটিং পয়েন্ট নিয়ে এখন তারা যুগ্মভাবে শীর্ষে ওয়ানডে ব্যাটারদের র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আর অলরাউন্ডার বিভাগে শীর্ষে থেকে বিশ্বকাপ শুরু করতে যাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপের ১০ দলের ব্যাটার, বোলার ও অলরাউন্ডারদের মধ্যে র‌্যাংকিংয়ে কারা সেরা, দেখে নেওয়া যাক।

আফগানিস্তান

শীর্ষ ব্যাটার : ইব্রাহিম জাদরান (১৮)

শীর্ষ বোলার : মুজিব উর রেহমান (৩)

শীর্ষ আলরাউন্ডার : মোহাম্মদ নবী (২)

অস্ট্রেলিয়া

শীর্ষ ব্যাটার : ডেভিড ওয়ার্নার (৪)

শীর্ষ বোলার : জশ হ্যাজলউড (১)

শীর্ষ অলরাউন্ডার : গ্লেন ম্যাক্সওয়েল (১১)

বাংলাদেশ

শীর্ষ ব্যাটার : মুশফিকুর রহিম (২১)

শীর্ষ বোলার : সাকিব আল হাসান (১৭)

শীর্ষ অলরাউন্ডার : সাকিব আল হাসান (১)

ইংল্যান্ড

শীর্ষ ব্যাটার : ডেভিড মালান (১৫)

শীর্ষ বোলার : ক্রিস ওকস (১২)

শীর্ষ অলরাউন্ডার : ক্রিস ওকস (১১)

ভারত

শীর্ষ ব্যাটার : শুবমান গিল (২)

শীর্ষ বোলার : মোহাম্মদ সিরাজ (১)

শীর্ষ অলরাউন্ডার : হার্দিক পান্ডিয়া (৭)

নেদারল্যান্ডস

শীর্ষ ব্যাটার : স্কট এডওয়ার্ডস (৪০)

শীর্ষ বোলার : লোগান ফন বিক (৫১)

শীর্ষ অলরাউন্ডার : বাস ডি লিডি (৪৯)

নিউজিল্যান্ড

শীর্ষ ব্যাটার : কেইন উইলিয়ামসন (২৯)

শীর্ষ বোলার : ট্রেন্ট বোল্ট (৫)

শীর্ষ অলরাউন্ডার : মিচেল স্যান্টনার (১১)

পাকিস্তান

শীর্ষ ব্যাটার : বাবর আজম (১)

শীর্ষ বোলার : শাহিন শাহ আফ্রিদি (৬)

শীর্ষ অলরাউন্ডার : শাদাব খান (১৪)

দক্ষিণ আফ্রিকা

শীর্ষ ব্যাটার : রাসি ফন ডার ডুসেন (৩)

শীর্ষ বোলার : কেশব মহারাজ (১৪)

শীর্ষ অলরাউন্ডার : আইডেন মার্করাম (২৩)

শ্রীলংকা

শীর্ষ ব্যাটার : চারিত আসালাঙ্কা (২৫)

শীর্ষ বোলার : মহীশ তিকশানা (১৬)

শীর্ষ অলরাউন্ডার : ধনাঞ্জয়া ডি সিলভা (১৮)

Powered by