আন্তর্জাতিক

জম্মুতে বাস খাদে পড়ে নিহত ২১, আহত ৪৭

  প্রতিনিধি ৩০ মে ২০২৪ , ৮:৩২:৫৫ প্রিন্ট সংস্করণ

জম্মুতে বাস খাদে পড়ে নিহত ২১, আহত ৪৭
ছবি : পিটিআই

ভারতের জম্মু জেলার আখনুরে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস খাদে পড়ে নিহত হয়েছে অন্তত ২১ জন। আহত কমপক্ষে ৪৭ জন। এদের অনেকের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার (৩০ মে) স্থানীয় সময় বেলা ১২টা ৩৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

উত্তর প্রদেশ থেকে যাত্রা শুরু করে বাসটি হরিয়ানার কুরুক্ষেত্র থেকে ভক্তদের নিয়ে জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার পুউনি এলাকার শিব খোরির দিকে যাচ্ছিল। জম্মু জেলার চৌকি চোরা বেল্টের টুঙ্গি-মোড়ে পুঞ্চ এলাকায় জম্মু-রাজৌরি মহাসড়ক থেকে ছিটকে প্রায় ১৫০ ফুট নিচের খাদে পড়ে যায়।

আহত যাত্রীরা জানান, বাস চালক মহাসড়কে একটি বাঁক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে দ্রুতগামী গাড়ির আসার সময় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর (এলজি) মনোজ সিনহা। উদ্ধার তৎপরতা চলছে বলে জানিয়েছেন তিনি।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, আহতদের মধ্যে সাতজনকে আখনুর হাসপাতালে এবং ৪০ জনকে জম্মুর সরকারি মেডিকেল কলেজ (জিএমসি) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও খবর

Sponsered content